আপনারে আপনি চিনি নে


আপনারে আপনি চিনি নে
দিনদোনের পর যার নাম অধর
      তারে চিনব কেমনে॥

আপনারে চিনতাম যদি
মিলত অটল চরণ নিধি
মানুষের করণ হত সিদ্ধি
      শুনি আগাম পুরাণে॥

কর্তারূপের নাই অন্বেষণ
আত্মারে কি হয় নিরূপন
আত্মতত্ত্বে [১] পায় শতধন [২]
      সহজ সাধকজনে॥

দিব্যজ্ঞানী যেজন হোল
নিজ তত্ত্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই কই লালন র’ল
      জন্ম অন্ধ নিজ গুণে॥

... ... ... ... ... ... ... ...

পাঠান্তর:
[১] আপ্ততত্ত্ব। অনেকে ছেঁউড়িয়ায় গেয়ে থাকেন। তবে মূল খাতায় আত্মতত্ত্ব
[২] সাধ্যধন। মূল খাতায় বানান রয়েছে 'সাদ্দ'। তবে গাইবার সুবিধার্থে 'শতধন' হয়ে গিয়েছে

লালন-গীতিকা, গান নং ১।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।