নবিজী মুরিদ কোন ঘরে

নবিজী মুরিদ কোন ঘরে।।
কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে।।
যার কালেমায় দিল দুনিয়া, সে মুরিদ হল কোন কলেমায়,
লেহাজ করে দেখ মনরায়, তত্ত্ব অঠাই গভীর।।
ওতারিল তারে কোন পিয়ালা, জানিতে উচিত হয় নিরালা,
অরুণ বরুন জ্যোতিষমালা, কোন যোগাশ্রয়ে সাধ্য কার।।
ময়ুরী লীলা, কোন যোগে প্রকাশ করিলে,
সিরাজ সাঁই ইসারায় বলে, লালন ঘুরে মলি বুদ্ধির ফেলে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন