দেখলাম কি কুদরতি ময়


দেখলাম কি কুদরতি ময়।।
বিনা বীজে আজগবী গাছ, চাঁদ ধরেছে তায়।।

নাই সে গাছের আগা গোড়া, শূন্য ভরে আছে খাড়া,
ফুল ধরে তার ফলটি ছাড়া, দেখে ধাঁধা হয়।।

বলব কি সেই গাছের কথা, ফুলে মধু ফলে সুধা,
সৌরভেবে হরে ক্ষুধা দরিদ্রতা যায়।।

জানলে গাছের অর্থ বাণী, চেতনা বটে সেহি ধনি,
গুরু বলে তারে মানি, অধীন লালন কয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।