লন্ঠনে রূপের বাতি জ্বলছেরে সদায়


লন্ঠনে রূপের বাতি জ্বলছেরে সদায়।
দেখনারে দেখতে যার বাসনা হৃদয়।।

রতির গিরে ফসকা মারা
শুধুই কথার ব্যবসা করা,
তার কি হয় সে রূপ নেহারা
     মিছে গোল বাঁধায়।।

যেদিন বাতি নিবে যাবে
ভবের শহর আঁধার হবে
সুখপাখী পালাইবে
     ছেড়ে সুখালয়।।

সিরাজ সাঁই বলেরে লালন
স্বরূপ রূপে দিলে নয়ন
হবে রূপের রূপ দরশন
     পড়িসনে ধাঁধায়।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।