জানতে হয় আদম শফির আদ্য কথা


জানতে হয় আদম শফির

জানতে হয় আদম শফি আদ্য কথা

না দেখে আজাজীল সেরূপ

কিরূপ আদম গঠলেন সেথা॥

 

আনিয়ে জেদ্দার মাটি

গঠলেন বোরখা পরিপাটি

মিথ্যা নয় সে কথা খাঁটি

কোন চিজে তার গঠলেন আত্মা॥

 

সেহি আদমের ধড়ে

অনন্ত কুঠুরী গড়ে

মাঝখানে হাতনে কাল জুড়ে

কীর্তিকর্মা বসলেন সেথা॥

 

আদমি হইলে আমদ চেনে

ঠিক নামায় সে দেল কোরানে

লালন কয় সিরাজ সাঁইর গুণে

আদম অধর ধারায় সুতা॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।