সামান্য জ্ঞানেতে মন তাই পারবি রে


সামান্য জ্ঞানেতে মন তাই পারবি রে
    বিষজুদা করিয়া সুধা রসিক জনা পান করে।।

কত জনা সুধার আশায়,হাত দিতে যায় ফণীর মাথায়,
    বিষের আতোষ লেগে গায়,মরণ দশা ঘটে রে।।

দেখা দেখি মন কি ভাব,সুধা খেয়ে অমর হব,
   পার যদি ভালই ভাল,নৈলে লেঠা বাধবে রে।।

অহি মুন্ডে উভয় যদি,হিংসা ছেড়ে হয় পিরিতী,
    লালন কয় অমূল্য নিধি,সেধে অমর হয় সে রে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।