আপন মনের বাঘে যারে খায়


আপন মনের বাঘে যারে খায়
    কোন খানে পালালে বাঁচে যায়।।

বন্ধ ছন্দ করিরে এটে,ফস্ করে যায় সকলই কেটে,
     অমনি সে গর্জিয়ে উঠে মন পাখীরে হানা দেয়।।

মরার আগে যে মরতে পারে,কোন বাঘে কি করতে পারে,
   মরা কিসে আবার মরে,মরিলে সে অমর হয়।।

মরার আগে জীয়ন্তে মরা,গুরু প্রতি মন নঙ্গর করা,
   লালন সে পতঙ্গ ধারা,আপনি দেখে মরতে যায়।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।