কে পাবে মক্কর উল্লার মক্কর বুঝিতে


কে পাবে মক্কর উল্লার মক্কর বুঝিতে
   আহাদে আহাম্মদ নাম হয় জগতে।।

আহাম্মদ নামে খোদায়, মিম হরপটি নফি কয়,
   মিম উঠায়ে দেখনা সবায় কি হয় তাতে।।

আকারে হয়ে জুদা,খোদা যে বলছে খোদা,
  দিব্যজ্ঞানী নইলে কি তা,কে পায়ে জানতে।।

কুলহো আল্লা সুরায় আছে বিচার,
   লালন বলে দেখনা এবার দিন থাকিতে।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।