মানুষ ভজলে সোনার মানুষ হবি


মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি॥

দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজ্জ্বলে
মানুষ গুরুর কৃপা হলে
     জানতে পাবি॥

এই মানুষে মানুষে গাঁথা
দেখনা যেমন আলেক লতা
জেনে শুনে মুড়াও মাথা
     জাতে তরবি॥

মানুষ ছাড়া মন রে আমার
পড়বি রে ঐ শূন্যকার
মানুষ বলে মানুষ আকার
     ভজলে তরবি॥

ভোলাই শার খাতা, গান নং-১৩২

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।