চাঁদ আছ সেই চাদেঁ ঘেরা


চাঁদ আছ সেই চাদেঁ ঘেরা
কেমন করে সে চাঁদদেখবি গো তোরা।।

রূপের গাছে চাঁদ ফল ধরেছে তায়,
  থেকে থেকে চাঁদে ঝলক দেখা যায়।।

একবার দৃষ্টি করে দেখি,ঠিক থাকে না আঁখি,
  রূপের কিরণে চমকে পারা।।

লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা,
তাহার মাঝে অধর চাঁদেরই আভা।।

চাঁদের বাজার দেখে চাঁদ ঘুরানী লেগে,
  দেখিস দেখিস পাছে হবি জ্ঞান হারা।।

আলেক নামে শহর আজব কুদরতি,
  রাতে উদয় বানু দিবসে বাতি।।

যে জন আলোর খবর জানে,দৃষ্টি হয় নয়নে,
  লালন বলে সে চাঁদ দেখিছে তারা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।