এই মানুষে সেই মানুষ আছে


এই মানুষে সেই মানুষ আছে
  কত মুনি ঋষি চার যুগ ধরে,বেড়াচ্ছে খুঁজে।।

জলে যমন চাঁদ দেখা যায়,ধরতে গেলে হাতে কে পায়,
  আলেক মানুষ তমনি সদায়,আলোগে বসে।।

অচিন দলে বসতি ঘর, দ্বিদল পদ্মে বারাম তাঁর,
  দল নিরূপণ হবে যাহার,সে রূপ দেখবে অনাসে।।

আমার হল ভ্রান্ত মন,বাইরে খুজিঁ ঘরের ধন,
  সিরাজ সাঁই কয় ঘুরবি লালন আত্ম তত্ত্ব না খুঁজে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।