বড় নিগুমেতে আছে গো সাঁই


বড় নিগুমেতে আছে গো সাঁই
  যেখানে আছে মানুষ,চন্দ্র সূর্যের বারাম নাই।।

চন্দ্র সূর্য্য যে গড়েছে,ডিম্বরূপে সেই ভেসেছে,
  একদিনে হিল্লোলে এসে,নিরঞ্জন জন্ম হয়।।

হাওয়া দ্বারী দেল কুঠরী,মানুষ আছে স্বণপুরী,
  শূন্য কারে শূন্যপুরী,মানুষ রয় মানুষের ঠাঁই।।

আত্ম তত্ত্ব পরম তত্ত্ব,বৃন্দাবনে নিগূর তত্ত্ব,
  লালন বলে সে সব অর্থ,সে ধামেতে মানুষ নাই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।