মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়


মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
  যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়।।

শতদলে আতসপুরী,আলিপুরে তার কাছারী,
  দেখিলে তার কারিগরী,হবে মহাশয়।।

সজল উদয় সেই দেশেতে,অনন্তফল ফলে তাতে,
  প্রেম পাতি জাল পাতলে তাতে,অধর ধরা যায়।।

রত্ন যে পায় আপন ঘরে,সে কি আর খোঁজে বাহিরে,
  না বুঝিয়ে লালন ভেড়ে দেশ-বিদেশে ধায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।