কোন সুখে সাঁই করে খেলা এই ভরে


কোন সুখে সাঁই করে খেলা এই ভরে,
  আপনি বাজে আপনি বাজায়,আপনি মজে সেই রবে।।

নাম শুনি লা-শারিকালা,সবার শরিক সেই একেলা,
  আপনি করঙ্গ আপনি ভেলা,আপনি খাবি খায় ডুবে।।

ত্রিজগতের যে রায় রাঙ্গা,তার দেখি ঘরখানি ভাঙ্গা,
  হায় কি মজার আজব রঙ্গা,দেখায় ধনি কোন ভাবে।।

আপনি চোর হয় আপনি বাড়ী,আপনি লয় সে আপন বেডী,

লালন বলে এ লা-চাড়ি,কেন থাকি চুব চুবে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।