জানরে মন সেই রাগের কারণ

জানরে মন সেই রাগের কারণ,
যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ।।
শত কোটি গোপী সঙ্গে,কৃষ্ণ প্রেম রস রঙ্গে,
সে যে টলের কার্য্য নয়,অটল না বলয়,সে আর কেমন।।
রাধাতে কি ভাব কৃষ্ণের,কি ভাবে বশ গোপীকার,
সে ভাব না জেনে,সে সঙ্গ কেমনে,পাবে কোন জন।।
শুম্ভু রসের উপাসনা,না জানিলে রসিক হয় না,
লালন বলে সে যে,নিগূঢ় করণ ব্রজে,অকৈতক ধন।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন