যে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসী


যে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসী
জানবি সে সাধনের কথা হও গুরুর দাসী।।

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আর
নপুংসকে শাসিত কর
আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর
     তারে কর প্রকাশি।।

মারে মৎস্য না ছোঁয় পানি
রসিকের অমনি করণী
আকর্ষণে আনে টানি
     ক্ষীরোদ শশী।।

কারণ সমুদ্রের পারে
গেলে পায় অধর চাঁদেরে
লালন বলে নইলে ঘুরে
     মরবি চৌরাশি।।

শুদ্ধ পাঠ নির্ণয়: ৪ এপ্রিল ২০১৮
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৪৭)

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।