কি করি ভেবে মরি মন মাঝি ঠাওর দেখিনে


কি করি ভেবে মরি মন মাঝি ঠাওর দেখিনে,
  ব্রহ্ম আদি খাচ্ছে খাবি,সেই নদী পারে যাই কেমন।।

মাড়ুয়া বাদীর এমনি ধারা,মাঝ দরিয়ায় ডুরায় ভারা,
  দেশে যায় পরিয়ে ধড়া, সেই দশা মোর ভাবনা জেনে।।

শক্তি পদে ভক্তি হারা,কপট ভাবের ভাবি যারা,
  আমার মন সেহি ধারা,ফাকে ফেরে রাত্র দিনে।।

মাখন ফলটি রাঙ্গা চোঙ্গা কোন ঘড়ি ডুবাই তুফানে,
  লালন কয় তালুয়া ডোঙ্গা,কোন ঘড়ি ডুবাই তুফানে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।