রংমহালে চুরি করে কোথায় সে চোরের বাড়ী


রংমহালে চুরি করে কোথায় সে চোরের বাড়ী,
  পাইলে সে চোরের কয়েদ করে,পায়ে দিতাম মণ বেড়ী।।

সিংহ দরজায় চৌকিদার একজন,অহোনিশি থাকে স-চেতন,
  কখন তারে ভেল্কি মেরে,কোন ঘরি করে চুরি।।

ঘর বেড়ে ষোল জান সেপাই,এক এক জনের বরেন সীমা নাই,
  তারাও চোরের কার হাতে দিবে দড়ি।।

পিতৃধন সব নিলো লুটে,লেংটী ঝাড়া করলো আমারে,
  লালন বলে,একই কাকই,চোরের হল কি আড়ি।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।