এবার কে তোর মালিক চিনলি না তারে
এবার কে তোর মালিক চিনলি না তারে [১]
মন কি এমন জনম আর হবে রে।
দেবের দুর্লভ এবার
মানুষ জনম তোমার
এমন জনমের আচার
করলি কিরে।।
নিশ্বাসের নাইরে বিশ্বাস
পলকে সব করবে নৈরাশ
(তখন ) মনে রবে মনেরি আশা
বলবি কারে।।
এখন শ্বাস আছে বজায়
যা কর তাই সিদ্ধি হয়
দরবেশ সিরাজ সাঁই কয়
লালনেরে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন