আমি কি দোষ দেব কারে রে


আমি কি দোষ দেব কারে রে
আপন মনের দষে প’লেম
   সুবুদ্ধি স্বভাব গেলো।।

কাকের স্বভাব মনের হোল
ত্যাজিয়ে অমৃত ফল
   মাকাল ফলে মন মজিলো রে।।

যে আশায় ভবে আশা
ভাঙিল সে আশায় বাসা
ঘটালো একী দুর্দশা
   ঠাকুর গড়তে বান্দর হোল রে।।

গুরুবস্তু  চিনলি নে মন
অসিময়ে কি করবি তখন
বিনয় করে বলছে লালন
   যজ্ঞের ঘৃত কুত্তায় খেলো রে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।