বিষয় বিষে চঞ্চলা মন


বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী
মন তো বোঝালে বোঝে না   কর্মকাহিনী।।

বিষয় ছাড়িয়া কবে
মন আমায় শান্ত হবে হে
আমি কবে সে চরন করিব স্মরন
   শীতল হবে তাপিত প্রানী।।

কোনদিন শ্মশানবাসী হবো
কি ধন সঙ্গে লয়ে যাবো হে
(আমি) যাই কি করে বয়ে ভূতের বোঝা লয়ে
   ভাবলাম না গুরুর বানী।।

অনিত্য দেহেতে বাসা
তাইতো এত আশায় আশা হে
অধীন লালন তাই বলে নিত্য হলে
   আর কতই মনে করতাম না জানি।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।