আপনারে আপনি চিনে নে
আপনারে আপনি চিনে নে
দিন-দোনের[১] পর যা নাম অধর
তারে চিনব কেমনে।।
আপনারে চিনতাম যদি
মিলত অটল চরন নিধি
মানুষে করন হত সিদ্ধি
শুনি আগম পুরানে।।
কর্তা রূপের নাই অন্বেষণ
আত্মরই কি হয় নিরূপন
আত্মতও্বে [২] পায় শতধন
সহজ সাধক জনে।।
দিব্যজ্ঞানী যেজন হোল
নিজ তও্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই কয় লালন র’ল
জন্ম ওন্ধ নিজ গুনে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন