আপনারে আপনি চিনে নে


আপনারে আপনি চিনে নে
দিন-দোনের[১] পর যা নাম অধর 
   তারে চিনব কেমনে।।

আপনারে চিনতাম যদি
মিলত অটল চরন নিধি
মানুষে করন হত সিদ্ধি
   শুনি আগম পুরানে।।

কর্তা রূপের নাই অন্বেষণ
আত্মরই কি হয় নিরূপন
আত্মতও্বে  [২] পায় শতধন
   সহজ  সাধক জনে।।

দিব্যজ্ঞানী যেজন হোল
নিজ তও্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই কয় লালন র’ল
    জন্ম ওন্ধ নিজ গুনে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।