এমন মানব জনম আর কি হবে


এমন মানব জনম আর কি হবে
মন যা কর ত্বরায় করো এই ভবে।।

অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উওর[১] কিছুই নাই
দেব  দেবতাগন করে আরাধন    
     জন্ম নিতে মানবে।।

কতো ভাগ্যের ফলে না জানি (মন রে)
পেয়েছ এই মানব তরণী
বেয়ে যাও ত্বরায় তরী সু-ধারায়
     যেন ভারা না ডোবে।।

এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষ-রূপ গঠলেন নিরঞ্জন
এবার ঠকিলে আর না পাবে কিনার   
     লালন কয় কাতর ভাবে।।

 

[১] উত্তর। অনেকে এই গুরুত্বপূর্ণ শব্দটি ভুল ভাবে 'উত্তম' গেয়ে থাকেন। নদীয়া মানুষ ভজনা করে মানুষ 'উত্তম' বলে নয়। কারণ জীব হিশাবে মানুষের চেয়ে অনেক জীবই 'উত্তম' । 'মানবের উত্তর কিছু নাই' মানে হোল মানুষের পরে আর কিছু নাই। উত্তর মানে পরে -- মানবের উত্তর মানে মানুষের পরে। বিশব্রহ্মাণ্ডের এটাই সর্বোচ্চ বিকাশ। মানুষই বিশ্ব-ইতিহাস -- এরপর আর কিছু নাই।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।