আর কি হবে এমন জনম


আর কি হবে এমন জনম

বসব সাধুর মেল।

হেলায় হেলায় দিন বয়ে যায়

ঘিরে নিল কালে॥

 

মানবদলেরই আশায়

কত দেব দেবতা বাঞ্ছিত হয়

হেন জনম দীন-দয়াময়

দিয়েছে কোন ফলে ॥

 

কত কত লক্ষ যোনি

ভ্রমণ করেছ তুমি

মানব কুলে মন রে তুমি

এসে কী করিলে ॥

 

ভুলো না রে মন রসনা

সমঝে কর বেচাকেনা

লালন বলে কুল পাবা না

এবার ঠকে গেলে॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।