খালি ভাঁড় থাকবে রে পড়ে
খালি ভাঁড় থাকবে রে পড়ে
দিনে দিনে কর্পূর সব যাবে উড়ে।।
মন যদি গোল মরিচ হতো
তবে কি আর কর্পূর যেত
তিলকাদি না থাকিত
সুসঙ্গ ছেড়ে।।
অমূল্য কর্পূর যাহা
আছে সদায় ঢাকা দেওয়া
কেমনে প্রবেশে হাওয়া
কর্পূরের ভাঁড়ে।।
সে ধন রাখিবার কারন
মিলনা মন গুরুর স্মরন
লালন বলে বেড়ায় এখন
আগাড়ে ভাগাড়ে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন