তিন পোড়াতে খাঁটি হলে না
তিন পোড়াতে খাঁটি হলে না।
না জানি কপালে তোমার কী আছে তাও বুঝলাম না।।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
যায় না স্বভাব তা মারিলে
তেমনি মন তুই একজনা।।
অনুমানে জানা গেল
চুরাশি ফের পড়িল
আর কবে কী করবি বল
রংমহলে প’লো হানা।।
দেব-দেবতার বাসনা হয়
মানবজনম লওয়ার আশায়
লালন কয় সে মানুষ হয়ে
মানুষের করন করলে না।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন