বসত বাড়ীর ঝগড়া কেজে


বসত বাড়ীর ঝগড়া কেজে
   আমার ত কই মিটল না।।

কার গোহালে কে ধুয়া দেয়
    সব দেখি তা-নানা।।

ঘরের চোরে ঘর মারে যার
শতের সুখ হয় কিসে তার
ভূতের কীর্ক্তি যমন প্রকার
   এমন তার বসতখানা।।

দেখে শুনে আত্ম কলহ
কর্ত্তাব্যক্তি হত হল
সাক্ষাতে ধন চোরে গেল
   এ লজ্জাত যাবে না।।

সবজয় হাকিমের তরে
আরজি করি বারে বারে
লালন বলে আমার পানে
   একবার ফিরে চাইলেন।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।