মন কি তুই ভডুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া


 মন কি তুই[১]ভডুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
সদরে সাজ করছ ভাল
   পাছ-বাড়ী তোর নাই বেড়া।।

কোথায় বস্তু কোথায় মন
চৌকি পাহারা দাও অনুক্ষন
কাজ দেখি পাগলের মতন
   কথায় দেখি কাঠ ফাঁড়া।।

কোন কোণায় কি হচ্ছে ঘর
এক দিন দেখলি না তারে
পিতৃধন সবে গেল চোরে
   হলিরে তুই ফুকতারা।।

পাছ-বাড়ী আঁটেল কর
ঘর-চোরার চিনে ধর
লালন বলে নইলে তোরও
   থাকবে না মুল এক কড়া।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।