পাপীর ভাগ্যে এমন দিন


পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায় হইয়াছে উদয়
   কি আনন্দময় সাধুর সাধ বাজারে।।

সাধু গুরুর যে মহিমা
বেদে দিতে নারে সীমা,
হেন পদে যার নিষ্ঠা নাহি হয় তার
   না জানি কপালে কি আছেরে।।

সাধুর বাতাসে  রে মন
বনের কাষ্ঠ হয়রে চন্দন,
হেন সাধ সভায়  এনে মন আমায়
   আবার যেন ফেরে ফেলিস না রে।।

যথারে সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর,
লালন বলে মন খোঁজ কী আর ধন
   সাধু সঙ্গ রঙ্গে দেশ করো রে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।