মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী/


মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে
মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণির সংহতিরে

যখন নদী হয় উতলা তিন জন মেয়ের লীলা খেলা
একজন কালা একজন ধলা একজন লাল মতি
সেই নদীতে চান করিলে রং হয় গৌর মতিরে।।

মেয়ের গুণ কে বলতে পারে কিঞ্চিত জানে মহেশ্বরে
একজন শিরে একজন বুকে ধরে পশু পতি
রসিক মেয়ে থাকলে ঘরে রসের জগৎ দেখে রে।।

জ্ঞান নয়নে দেখ চেযে পুরুষ নয় সকলই মেয়ে
সাক্ষী তাহার গোপীর মেয়ে গোকুলে বসতি
সতী হয়ে ধর্ম রাখে লয়ে উপপতি রে।।

এবার মলে মেয়ে হব কালারে নারী বানাব
মহৎ গুন চেয়ে নেব সাধনের রীতি নীতি
গোঁসাই হাওড়ে বলে রাখব না আর বংশে দিতে বাতিরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।