কে কথা কয় রে দেখা দেয় না

কে কথা কয় রে দেখা দেয় না
নড়ে চড়ে হাতের কাছ
খুঁজলে জনম ভর মেলে না।
খুঁজি তারে আসমান জমি
আমার এ চিনি না আমি
এ কি বিষম ভুলে ভ্রমি
আমি কোন জন সে কোন জনা।
রাম কি রহিম সে কোন জন
ক্ষিতি পবন জল হুতাশন
আমি শুধাইলে তার অন্বেষণ
মূর্খ বলে কেউ বলে না।
হাতের কাছে হয়না খবর
কি দেখতে যাও দিল্লি লাহোর
সিরাজ সাই কয় লালন রে তোর
সদাই মনের ভ্রম যায় না।
কে কথা কয় রে দেখা দেয় না?
নড়ে চড়ে হাতের কাছে
খুঁজলে জনমভর মেলে না।।
খুঁজি তারে আসমান জমিন
আমারে চিনি না আমি
এ বিষম ভ্রমের ভ্রমি
আমি কোন্ জন, সে কোন্ জনা?।।
হাতের কাছে হয় না খবর
কি দেখতে যাও দিল্লির শহর!
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই মনের ঘোর গেল না।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন