জানবো এই পাপী হতে


জানবো হে এই পাপী হতে
যদি এসেছে হে গৌর জীবকে তারিতে ॥

নদীয়া নগরে (ছিল) যত জন
সবারে বিলালে প্রেম (রত্ন) ধন,
আমি নরাধম না জানি মরম,
   চাইলে না হে গৌর আমা পানেতে ॥

তোমারি সুপ্রেমেরই হাওয়ায়
কাষ্ঠের পুতুলী নলিন হয়,
আমি দীনহীন ভজনবিহীন
   অপার হয়ে বসে আছি কোণেতে ॥

মলয় পর্বতের উপর
যত বৃক্ষ সকলি হয় সার,
কেবল যায় জানা বাঁশে সার হয় না,
   লালন পেলো তেমনি প্রেম, শূন্য-চিতে ॥

[রবীন্দ্র-ভবন, গান নং (২।২৫):৯, পৃ-১১১]

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।