আমি দেখলাম এ সংসার ভোজবাজী প্রকার


আমি দেখলাম এ সংসার ভোজবাজীর প্রকার
      দেখিতে দেখিতে অমনি কেবা কোথা যায়।
মিছে এ ঘরবাড়ি টাকা মিছে টাকা কড়ি
      মিছে দৌড়া দোড়ি করি কার মায়ায়।।

কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে
    সেই বা জীবকে লয়ে কোথায় রাখে ধরে
একথা আর শুধাব কারে নিগূঢ় আত্মতত্ত্ব অর্থ
      কে বলবে আমায়।।

যে করে এই লীলা তাঁরে চিনলাম না
     'আমি' 'আমি' করি ভবে 'আমি' কোন জনা
মরি একি হায় আজব কারখানা
      আমি গুণে পড়ে কিছু ঠাহর নাহি পাই।।

ভয় ঘোচে না আমার দিবা রজনী
     কার সঙ্গে কোন দেশে যাব না জানি
দরবেশ সিরাজ সাঁই কয় এ বিষম করণি
     পাগল হও রে লালন এবার যে যা’ বুঝতে চায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।