রূপের তুলনা রূপ সে,
ফণী মনি সৌদামিণী,কি আর তার কাছে শোভে।।
যে দেখেছে সেই অটল রূপ,রাগ নাহি মেরেছ চুপ,
পার হল এ ভব কূপ,রূপের মালা হৃদয় জ্বেলে।।
আমি বিদ্যাবুদ্ধি হীন,বলব কি রূপ বাকানি,
মেঘে যেমন সৌদামিনী,মনমোহসীন মন কল্পে।।
বেদে নাই রূপের খবর,কেবল শুধু নামে বিভোর,
সিরাজ সাঁই কয় লালন রে তোর
নিজরূপে রূপ দেখ সংক্ষেপে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন