কি মহিমা করলেন গো সাঁই


কি মহিমা করলেন গো সাঁই
   বোঝা গেলো না
মন ভোলা চাঁদ ছলা করে
   বাদী রিপু ছয় জনা।।

যত শত মনে করি
   ভাব দেলে ঘুরে মরি
কোথায় রইলেন দয়াল বারী
    ফিরে কেন চাইলে না।।

করে তোর চরনের আশা
   ঘটলো আমার এ দুর্দশা
সার হোল যাওয়া আসা
   কিনার তো আর পাইলাম না।।

জনম গেল দেশে দেশে
   ভজন সাধন হবে কিসে
লালন তাই ভাবছে বসে
   ভবে হোল যাতনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।