মদিনায় রাসুল নামে কে এল ভাই
মদিনায় রাসুল নামে কে এল ভাই
কায়াধারী হয়ে কেন
তার ছায়া নাই।।
ছায়াহীন যার কায়া
ত্রিভুবন তারি ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্যিই চাই।।
কি দিব তুলনা তারে
খুঁজেন না পাই এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধুপের সময়।।
কায়ার শরিক ছায়া দেখি
ছায়াহীন সেই লা-শরিকী
লালন বলে তার হাকিকী
বলীতে ডরাই।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন