আমায় চরন ছাড়া কোরো না হে দয়াল হরি


আমায় চরন ছাড়া কোরো না হে  দয়াল হরি
(হরি আমি) পাপ করি পামর বটে[১], দোহাই দেই তোমরই।।

চরনের যোগ্য মন নয়
তবু মন ঐ রাঙা চরন চায়
দয়াল চাঁদের দয়া হইলে
       পারে যাই অপারি।।

অনিত্য সুখের সব ঠাঁই
তাই দিয়ে জীব  ভুলাও হে গোঁসাই
চরন দিতে কেন তাতে
       কর হে চাতুরি।।

ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরন দাও হে দীননাথ
লালন বলে ঘুরিও না হে
       করে মায়াকারী।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।