আর আমার কেউ নাই গুরু তুমি বিনে


আর আমার কেউ নাই গুরু তুমি বিনে
অযতনে ডুবল ভরা
     তরাও গুরু নিজগুনে।।

সাধের একখান তরি ছিল
অযতনে বিনাশিল
বান সকল ছাড়িয়ে গেল
     জল চুয়ার রাত্র দিনে।।

সময়ে গাব দিতাম যদি বাইতাম তরী জন্মদিনে
আমার এই দেহ তরী আদরিত মহাজনে।।

লয়ে এলাম ষোল আনা ব্যাপার করিব দুনা
আসলে পল ঊনা (এখন)নিকাশ দিতে টানাটনি।।

কি যেন খাওয়াল নেশা নষ্ট হল সকল দিশা
সময়ে জাগিলে পরে ঘর ত চুরি যায় নে।।

ষোল আনা বোঝাই করে পাঠায়ে দেয় ঠক-বাজারে
কারবার সব চোরে কিছু আমি টের পেলাম নে

সিরাজ সাঁই বলেরে লালন রংপুর দোকান দিলি কেনে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।