না জেনে করন কারন কথায় কী হয়।
না জেনে করন কারন কথায় কী হয়।
কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেনে রোপে।।
গুরু বললে কি মুখ মিষ্টি হয়
দীপ না জ্বললে কি আধাঁর যায়
অমনি জানো হরি বলায়
হরি কি পাবে।।
রাজায় পৌরুষ করে
জমির কর সে বাচেঁ না রে
সেই কি তোর একবারই কার্য রে
পৌরুষে জানাবে।।
গুরু ধর খোদকে চেন
সাঁইর আইন আমলে আনো
লালন বলে তবে মন
সাঁই তোরে নিবে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন