এমন মানব জনম আর কি হবে


এমন মানব জনম আর কি হবে
মন যা কর ত্বরায় করো এই ভবে।।

অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উওর[১] কিছুই নাই
দেব দেবতাগন করে আরাধন জন্ম নিতে মানবে।।

কতো ভাগ্যের ফলে না জাণী (মন রে)
পেয়েছ এই মানব তরনী
বেয়ে যাও ত্বরায় তরী সু-ধারায় যেন ভারা না ডোবে।।

এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষ-রূপ গঠলেন নিরঞ্জন
এবার ঠকিলে আর না কিনার লালন কয় কাতর ভাবে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।