গুনে পড়ে সারলি দফা


গুনে পড়ে সারলি দফা
       করলি রফা গোলেমালে
চিনলি না মন কোথা সে ধন
      ভাজলি বেগুন পরের তেলে

করলি বহুত পড়াশোনা
      কাজে কামে ঝলসে কানা
কথায় তো চিড়ে ভেজে না
       জল কিম্বা দুধ না দিলে।।

আর কি হবে এমন জনম
      লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙবি যখন
       খাবি তখন কারবা শালে।।

হায় কি মজা তিলে খাজা
      দেখলিনা মন কেমন মজা
লালন কয় বেজাতের রাজা
       হয়ে রইলাম একই কালে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।