ভুলব না ভুলব না বলি


ভুলব না ভুলব না বলি
কাজের বেলায় ঠিক থাকে না।।

আমি বলি ভুলব নারে স্বভাব ছাড়ে না মোরে
কটাক্ষে মন পাগল করে
       দিব্য জ্ঞানে দিয়ে হানা।।

সঙ্গ গুনে রঙ্গ ধরে জানিলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ হয়ে সুমতি মোর গেল ছেড়ে
খাবি খাই অপাত্রে পড়ে
      এ লজ্জা ধুলেও যায় না।।

যে চোরের দায়ে দেশান্তরী সেহি চোর দেখি সঙ্গধারী
মদন রাজার ডংকা ভারি কাম জ্বালা দেয় অন্তর পূরি
ভুলে যায় মোর মন-কাণ্ডারি
       কি করিবে গুনিজনা।।

রঙ্গে মেতে সঙ্গ সাজিয়ে বসে আছি মগ্ন হয়ে
সু-সখারে সঙ্গ করে জানতাম যদি সু-সঙ্গেরে
লালন বলে তবে কিরে
       ছেঁচড়ে মারে মালখানা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।