করিয়ে বিবির নেহার
করিয়ে বিবির নেহার রাসুল আমার
কই বলেছেন সাঁই রাব্বানা
জাত-শেফাত দোস্তি করে
কেউ কারো ভুলতে পারে না
খুঁজে তার মর্মকথা পাবি কোথা
কবি চৌদ্দ নিকাহ্ কই করেছে
চৌদ্দ ভুবনের প্রতি চৌদ্দ বিবি
করেছে তার দেখ নমুনা।।
শেফাতে এসে নবীর তিনজন বিবি
সুসন্তানের মা হয়েছে
আলেফ লাম মীম দেখ না অধীন কানা
তিনে নবী সৈয়দেনা
আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে
সাত সমুদ্রের খবর নে ।।
পেয়ে তার আদি অন্ত হয়ে শান্ত
বসে আছে কতজনা
লালন কয় বুঝবাবই ভুল করে কবুল
দেখনা নবী সাল্লেওয়ালা
আগমনিগমে যিনি গুণমান
তার সাথে আর কার তুলনা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন