মন আমার কিছার গৌরব করছ ভবে


মন আমার কিছার গৌরব করছ ভবে
দেখনা রে সব হাওয়ার খেলা
       বন্ধ হৈতে দের কি হবে।।

থাকতে ঘরে হাওয়াখানা,
মওলা বলে ডাক রসনা,
মহাকাল বসেছে সিনায়[১]
        কখন যেন কু ঘটাবে।।

বন্ধ হলে এই হাওয়াটি,
মাটির দেহ হবে মাটি,
দেখে শুনে হও মন খাঁটি;
       কে তোরে কতই বুঝাবে।।

ভবে আসার অগ্রেরে মন,
বলেছিলে করব সাধন,
লালন বলে সেকথা মন,
       ভুলেছ এই ভবার্ণবে[২]।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।