মন সহজে কি সই হবা


চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙায়ে ঘাস খাবা
     মন সহজে কি সই হবা
ডাবার পর মুগুর প'লে
সেই দিনে গা টের পাবা।।

বাহার তো গেল চলে
পথে যাও ঠ্যালা পেয়ে
      কোন দিনে পাতাল ধাবা।।
তবু তোমার যায় না দেখি
     ত্যাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার ঘোর নিদানে
অবশ্যই মাথায় নিবা।
       সুখের চেয়ে সোয়াস্তি ভাল
শেষ কালেতে পস্তাবা।।

ইল্লতের স্বভাব হলে
     পানিতে কি যায় রে ধুলে
খাসলতি কিসে ধোবা।
      লালন বলে হিসাব কালে
সকল ফিকির হারাবা।।


শব্দার্থঃ

সই= ছহি>সহি>সই। আসল হওয়া। ঠিক হওয়া। মানুষের আসল স্বভাব অর্জন করা।
ডাবা = মাথা; ডাবের মতো গোল বলে ডাবে।
বাহার= বসন্ত। যৌবন।
ঠ্যালা = লাঠি তে ভর করে।
পাতাল ধাবা = পাতালে ঢুকবে। মরে গোরস্থানের কবরে যাবে।
নিদান = অন্তিম কালে, মওতের সময়।
সোয়াস্তি = স্বস্তি; আশ্বস্ত থাকা; নিশ্চিত থাকা। স্বস্তি>সোয়াস্তি।
'আইল ডিঙায়ে ঘাস খাওয়া' =  ঘাসের লোভে সীমা অতিক্রম করে ঘাস খাবার চেষ্টা। সীমা লংঘন করা।
ইল্লত = নোংরা, নষ্ট, মলিন।


সরলার্থ:

মন, তোমাকে কিভাবে ঠিক করব? তোমাকে  খুঁটি বেঁধে রাখি, কিন্তু তুমি নিজের সীমানা বোঝ না। সীমানা লংঘন কর। যখন তোমার মাথার ওপর মুগুরের বাড়ি পড়বে, সেই দিনই তুমি ঠিক টের পাবা।

তোমার যৌবন চলে গিয়েছে। কোনদিন মরবে তার ঠিক নাই। এখন বাঁচবার ঠেলায় পথে হাঁটছ। অথচ এখনও তোমার বদ স্বভাব যায় নি। তোমার চলন বলন ত্যাড়া, বদ জিনিসের প্রতি তোমার লোভ।

যদি সুখের আশা কর, তাহলে দুঃখের দিনের ভারও তোমাকে বহন করতে হবে। সুখের চেয়ে মানুষ জীবনে নিঃশর্ত আশ্রয় চায়। স্বস্তি চায়। আশ্বস্ত থাকতে চায়। যদি এই সরল হিশাব না মান, তাহলে একদিন তোমাকে পস্তাতে  হবে

তোমার স্বভাব যদি নোংরা হয়, যদি বদ হয়ে থাকো, তাহলে পানিতে ধুলে কি যাবে? কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তোমার এই খাসিলত বা স্বভাব  ধুলেও ময়লা যাবে না। কি দিয়ে সাফ করবে?

ফকির লালন তোমাকে সাবধান করে দিচ্ছে শেষকালে তুমি নিজেকে নিয়ে নিজেই পস্তাবে।

তাহলে এখনি ঠিক হয়ে যাও, মনা।




ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।