মন এখন আর কাঁদলে কী হবে


মন এখন আর কাঁদলে কী হবে।
কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।।

তুষে যদি কেউ পাড় দেয়
তাতে কি আর চা’ল বাহির হয়
মন হ’ল সেই তুষেরই ন্যায়
     বস্তহীন ভবে।।

কর্পূর উড়ে যায় রে যেমন
গোলমরিচ মিশায় তার কারন
মন হ’ল গোলরিচের মতন
     বস্ত কেন যাবে।।

হাওয়ায় চিড়ে কথার দধি
ফলার দিচ্ছে নিরবধি
    লালন কায় যার যেমন প্রাপ্তি
কেন না পাবে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।