কতদিন আর রইবি রঙ্গে
কতদিন আর রইবি রঙ্গে।
বাড়িতেছে বেলা ধর এই বেলা
যদি বাঁচতে চাও তরঙ্গে।।
নিক্টে বিক্টে বেশেতে শমন
দাঁড়াইয়া আছে হরিতে জীবন
মানিবে না কারে, কেশে ধরে তোরে
লয়ে যাবে সে জন আপন সঙ্গে।।
দ্বারা-সূত-আদি যত প্রিয়জন
বক্ষমাঝে যাদের রাখ সর্বক্ষন
আমার আমার, বল বারেবার
তখনি হেরিবে না কেহ অপাঙ্গে।।
অতএব শোন থাকিতে জীবন
কর অন্বেষন পতিতপাবন
সিরাজ সাঁই কয় লালন, অধ্ম তারন
বাঁচো এখন পাপ আতঙ্কে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন