মনের হল মতি মন্দ


মনের হল মতি মন্দ।।
তাইতো রইলাম আমি জন্ম অন্ধ।।

ভব রঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে
গুরুর দয়া হবে কিসে
দেখে ভক্তিহীন পশুর ছন্দ।।

ত্যজিয়ে রে সুধা রতন[১]
গরল খেয়ে ঘটায় মরন,
(আমি) মানিনে সাধু গুরুর বচন,
মূল হারাইয়ে শেষ হইরে ধন্দ।।

বালক বৃন্ধ সকলে কয়,
সাধু চিত্ত আনন্দময়,
লালন বলে আমার সদায়,
যায় না মনের নিরানন্দ।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।