মন রে সামান্য কি তারে পায়
মন রে সামান্য কি তারে পায়
মন রে সামান্য কি তারে পায়
শুদ্ধ প্রেমভক্তির বশ দয়াময়।।
কৃষ্ণের আনন্দপুরে
কামী লোভী যেতে নারে
শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারে
সে চরণকমল নিকটে যায়।।
বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি
তারে বলে হেতু ভক্তি
নিহেতু ভক্তের রতি
সবে মাত্র দীননাথের পায়।।
ব্রজের নিগূঢ় ত্ত্ত্ব গোঁসাই
রূপে রে সব জানালে তাই
লালন বলে মোর সাধ্য নাই
সাধলে সে মত রসিক মহাশয়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন